মালদা

মুখ্যমন্ত্রীর পোস্টার অশ্লীল ভাবে ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা মালদা জেলার রতুয়া দুই নম্বর ব্লকে

মুখ্যমন্ত্রীর অশ্লীল ভাবে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মালদা জেলার রতুয়া দুই নম্বর ব্লকে। অভিযোগের তীর বিজেপির দিকে। এর জেরেই তৃণমূল-বিজেপি হাতাহাতি। বিজেপি নেতা কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের অভিযোগ এলাকায় উত্তেজনা ছড়ানোর জন্যই বিজেপি অশ্লীলভাবে পোস্টার ছিঁড়েছে। তারা তাদের কর্মী-সমর্থকদের নিয়ন্ত্রণে রেখেছে আর হামলা চালানোর ঘটনা ভিত্তিহীন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

          এলাকার তৃণমূলের নেতা মহন্মদ ইয়াসিন জানান, বিজেপি নিজেরা এলাকায় সন্ত্রাস করছে আমাদের নেত্রীর ছবি যে অশ্লীল ভাবে কেটে নোংরা রাজনীতি করছে। আমরা কর্মীদের বুঝিয়ে থামিয়ে রেখেছি। বিজেপি হার নিশ্চিত ভেবে দেওলিয়া হয়ে গিয়েছে। আমরা বিষয়টি থানায় জানিয়েছি।

         পাল্টা ওই এলাকার বিজেপি অবজারভার অনামিকা ঘোষ জানান, এলাকায় বিজেপি জিতছে। মানুষ বিজেপির পাশে আছে। আর এই ভয়ে শাসকদল নিজেদের পোস্টার নিজেরায় ছিড়ে তাদের দলের উপর দোষারোপ করছে। যার ফলে আমাদের কর্মীদের মারধর করছে। আতঙ্ক সৃষ্টির করার চেষ্টা করছে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

https://www.youtube.com/embed/cydAJCp9Kg8